হার্ট অ্যাটাক রোধে চকোলেট
হৃদয়ের সঙ্গে এমনিতেই চকোলেটের বেশ মাখামাখি সম্পর্ক। হৃদয় ঘটিত ব্যাপার স্যাপারে চকোলেটের মধুর স্পর্শ সম্পকর্কে আরো মিষ্টি করে তোলে। এবার হৃদয়ের স্বাস্থ্যের সঙ্গেও জড়িয়ে যেতে বসেছে চকোলেটের নাম। চিকিৎসকরা অনুমান করছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকে রোধে ডার্ক চকোলেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কোকো গাছের বীজ থেকে চকোলেট পাওয়া যায়। আমেরিকার লুইসিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোকো বীজ থেকে কোকোয়া ফ্যাভানলস খুঁজে বের করেছেন। গবেষকরা মনে করছেন, এই ফ্যাভানলস হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে...
Posted Under : Health News
Viewed#: 20
See details.

